কানাডার আলবার্টায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন
আলবার্টা, কানাডা ১৬ ডিসেম্বর, ২০২৫ (বেসা ):গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে এডমন্টনের রাউণ্ডল পার্কের এসিটি একুয়েটিক রিক্রিয়েশন সেন্টারে যথাযোগ্য দিবস দুটি পালিত হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক বুদ্ধিজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের রক্তিম স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, দিনটিতে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করে এবং দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এই দিনে আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামের রাষ্ট্র যার ভিত্তি ছিলো ৪টি স্তম্ভ -গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ।
মহান মুক্তিযুদ্ধের রাজনৈতিক ধারাবাহিকতায় বায়ান্নের ভাষা আন্দোলন, ৬৬ এর ছয়দফা ও ৬৯ এর ১১ দফার আন্দোলন, ও ৭০ এর নির্বাচনের মাধ্যমে স্বাধিকার আন্দোলনের পুরোধা স্থপতি, প্রবাসী সরকারের নেতৃবৃন্দ ও সকল সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধা ও নির্যাতিতা মা বোনদের আত্মত্যাগের ইতিহাস বর্ণনা করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ কানাডার প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী ও নর্থ আমেরিকান জূর্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি বীর মুক্তিযুদ্ধা দেলোয়ার জাহিদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার (বেসা ) সভাপতি সাইফুর হাসান। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কবির হোসেন, সংবাদপত্রসেবী মো: ইসমাইল, হায়দার জান চৌধুরী, অটোমোটিভ টেকনিসিয়ান তানভীর হাসান, শাকিল আহমেদ, রায়হানা রাসমিন, নারী প্রতিনিধি সোনিয়া আক্তার, সেলিনা ইসলাম, আয়েশা পারভীন, শিউলী বেগম, রিমা বেগম, সাবিরা হাসান, ওশেনিয়া প্রমুখ।
প্রধান অতিথি জাহিদ বলেন দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের এ আত্মত্যাগ ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হলেও একে রাজনৈতিক কারণে বিতর্কিত করা হয়েছে এবং এখনো হচ্ছে। নতুন প্রজন্মের সামনে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদদের পরিবারবর্গকে হেয় প্রতিপন্ন করছে এবং এর পিছনে যাদের মদদ রয়েছে তারা এখন দেশে গৃহযুদ্ধের ডাক দিচ্ছে।
জাহিদ শিশু কিশোরদের পরিবার ও শিক্ষালয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম তথা মুক্তিযুদ্ধের উপলব্ধি, দায়বদ্ধতা ও প্রকৃত ইতিহাসচর্চার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উদ্যোগী হওয়ার আহবান জানান ।
বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার পক্ষ থেকে তিনি নতুন অভিবাসীদের এডমন্টনে স্বাগত জানান এবং তাদের ঐক্যবদ্ধ ও সংগঠিত হবার আহ্বান জানিয়ে মুক্ত আলোচনার সুযোগ দেন , আলোচনায় অংশ নেন শিল্পী তামিম হোসেইন, মোন্তাসির মামুন, মো: জামাল উদ্দিন, মো: রাইস উদ্দিন, সুলতান রাসেল এবং সাইফুর হাসান।
সভায় বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টাকে পুনর্গঠন ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয় : সভাপতিঃ সুলতান রাসেল, সহসভাপতি : মো: জামাল উদ্দিন , সেক্রেটারি -মো রহিস উদ্দিন, কোষাধক্ষ : মুনতাসির মামুন এবং এক্স অফিসিও : এস. হাসান।
প্রধান অতিথি নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন । প্রধান অতিথি জাহিদ সভাপতি সাইফুর হাসান ও সুলতান রাসেলকে নিয়ে শিশু কিশোরদের মাঝে বিজয়দিবসের গিফট বিতরণ করেন।
বাংলাদেশী খাবার পরিবেশন উপস্থিত সকলকে মুগ্ধ করে.
ছবিতে : আলোচনা ও গল্পের আড্ডা
২. শিশুদের মাঝে গিফট বিতরণ করেছেন প্রধান অতিথি দেলোয়ার জাহিদ
৩.প্রধান অতিথি দেলোয়ার জাহিদ নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় পর্বে বক্তব্য রাখছেন